3:27 pm , January 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সহকর্মীদের সাথে কোন ধরনের আলোচনা ও ভোট ছাড়াই বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ তার নির্বাহী ক্ষমতাবলে কলেজের শিক্ষক পরিষদের কমিটি গঠন করেছেন। ফলে এ নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, বিএম কলেজের ইতিহাসে নির্বাচন কিংবা কণ্ঠ ভোট ছাড়াই এই প্রথম শিক্ষক সমিতির নেতৃত্ব নির্ধারন করা হল, যা নজিরবিহীন। দক্ষিইাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকগণ জানান, শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচন করতে বৃহস্পতিবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরী সভা আহ্বান করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার। বেলা ২টায় ওই সভা ডাকা হলেও তা শুরু হয় বিকাল সাড়ে ৩ টায়। অর্ধশতাধিক শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভা শুরুর পর পরই অধ্যক্ষ শিক্ষক সমিতির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রস্তাবে অধ্যক্ষ বলেন, অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ছাড়াও সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপকও নির্বাচিত হতে পারবেন। সভায় অংশ নেওয়া সিনিয়র শিক্ষকরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। সংশোধনী প্রস্তাব অনুমোদন না হলেও এক পর্যায়ে সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবদুস সবুর হাওলাদার সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলÑআমিন সরোয়ারের নাম প্রস্তাব করেন। এতে সভায় আবারো হট্টগোল বাঁধে। ওই প্রস্তাবের বিরোধিতা করে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আসমা উল হুসনা নিজেই নিজেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেন। অপর এক শিক্ষক ওই পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আসাদুজ্জামানের নামও প্রস্তাব করেন। সাধারণ সম্পাদক পদে শিক্ষক নির্বাচন নিয়ে সভায় উপস্থিত শিক্ষকরা ত্রিধারায় বিভক্ত হয়ে পড়লে অধিকাংশ শিক্ষক গোপন ভোটের আহ্বান জানান। কিন্তু পদাধিকারবলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান তার নির্বাহী ক্ষমতা বলে সাধারণ সম্পাদক পদে আলÑআমিন সরোয়ারের নাম ঘোষণা করেন এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলেও সভায় ঘোষণা দেন। এ নিয়ে সভায় ক্ষোভ দেখা দিলে সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই তিনি সমিতির অন্যান্য পদগুলোতে শিক্ষকদের নাম চূড়ান্ত করেছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সূত্র জানায়, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সহযোগী অধ্যাপক আবদুর রহমান সরদার ও প্রভাষক বিকাশ কুসুম দাসকে। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রভাষক শিশির চন্দ্র পাইক, ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক বিলাশ মল্লিক এবং অধ্যাপক আবদুস সবুর হাওলাদার, সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান কামাল এবং প্রভাষক তানভির আহম্মেদ সিদ্দিকীকে নির্বাহী কমিটি সদস্য করা হয়েছে। ।
এদিকে নির্বাচন ছাড়াই বিএম কলেজ শিক্ষক পরিষদের কমিটি গঠন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সহকারী অধ্যাপক আসমা উল হুসনা বলেছেন, গণতান্ত্রিক উপায়ে শিক্ষক পরিষদ গঠনের প্রত্যাশা ছিল অধিকাংশ শিক্ষকের। কিন্তু তা না হওয়ায় সিনিয়র শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ নির্বাহী ক্ষমতাবলে শিক্ষক পরিষদ গঠন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিনিয়র শিক্ষক জানিয়েছেন, বিএম কলেজের উচ্চতাকে বিবেচনায় নিয়ে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদে কাউকে নির্বাচিত করা উচিত ছিল। গঠিত কমিটিতে সকল শিক্ষকদের মতামতের প্রতিফলন ঘটেনি।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার জানিয়েছেন, তিনি নির্বাহী ক্ষমতা বলে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে প্রতিনিধি নির্বাচিত করেছেন। যাদের নির্বাচিত করা হয়েছে তারা অত্যন্ত যোগ্য এবং শিক্ষকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও জানান তিনি।