সাংবাদিক শামীম আহম্মেদের উপর হামলার পতিবাদে মানববন্ধন সাংবাদিক শামীম আহম্মেদের উপর হামলার পতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
সাংবাদিক শামীম আহম্মেদের উপর হামলার পতিবাদে মানববন্ধন

3:25 pm , January 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কারা ফটকে সাংবাদিক লাঞ্চিত করার ঘটনায় জেলারসহ দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল। এ সময় দোষিদের বিরুদ্ধে স্থায়ী শাস্তির ব্যবস্থা গ্রহনে দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম এর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সাংবাদিক বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুষান্ত ঘোষ,
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি গোপাল সরকার, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলার সভাপতি কাজী মিরাজ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি আকতার ফারুক শাহীন, ইলেক্ট্রনিক মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ, রাহাত খান, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে গম পাচারের ছবি তোলায় যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ এর উপর হামলা ও নির্যাতন করা হয়। ঘটনার পর সাংবাদিকদের আন্দোলনের মুখে পাঁচ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT