3:24 pm , January 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহম্মেদকে কারারক্ষীকতৃক মারধরের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের উদ্যোগে কারা কতৃপক্ষ এবং বরিশালের সিনিয়র সাংবাদিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বৈঠকে ডিআইজি প্রিজন মো: তৌহিদুর রহমান, জেষ্ঠ্য জেল সুপার প্রশান্ত কুমার বণিক, জেলার মো: ইউনূস জামান বক্তব্য রাখেন। সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহম্মেদ, কাজী আবুল কালাম আজাদ, আক্তার ফারুক শাহিন, পুলক চ্যাটার্জি, কাজী মিরাজ, এসএম জাকির হোসেন, কাজী মামুন, রাহাত খান প্রমুখ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার বক্তব্য বলেন আজকের এই বৈঠকটি কারা কর্তৃপক্ষ এবং সিনিয়র সাংবাদিক শামীম আহম্মেদের উপর হামলার ঘটনায় সাংবাদিকদের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কিছুটা হলেও কমে আসবে। জেলা প্রশাসক বলেন সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের কেউ শাস্তি থেকে রেহাই পাবে না। তদন্তের মাধ্যমে আরো কেউ জড়িত থাকলে তাদেরও খুজে বের করা হবে। তিনি বলেন সাংবাদিকদের সাথে কারা কর্তৃপক্ষের যে দূরত্ব তৈরি হয়েছে এর মধ্যে তৃতীয় কেউ যেন সুযোগ না দিতে পারে সে জন্য সাংবাদিক, জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। ডিআইজি প্রিজন মো: তৌহিদুর রহমান সাংবাদিকের হামলার ঘটনাকে অনাকাংখিত এবং দু:খজনক হিসেবে অভিহিত করে বলেন এই ঘটনায় আমি অনুতপ্ত এবং লজ্জ্বিত। মিডিয়া এবং কারা প্রশাসন তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার জন্য যা যা করনীয় তাই করা হবে। ইতিমধ্যেই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত কাজ শুরু করবে। তিনি বলেন সাংবাদিক এবং কারা প্রশাসন এক সাথে কাজ করবে। কারা অভ্যন্তরে যে সব অনিয়ম আছে তা খুব দ্রুতই সমাধান করা হবে। সিনিয়র সাংবাদিকদের তিনি আশ্বস্থ করে বলেন দোষী যেই হোক তিনিই শাস্তি পাবেন। কোন ক্রমেই দোষীরা রেহাই পাবে না। তিনি মারধরের শিকার সাংবাদিক শামীম আহম্মেদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন। সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং আজকেই চার্জশীট প্রদান করা হয়েছে। সফল আলোচনা শেষে সাংবাদিক, কারাকর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান ফটো সেশনে অংশ নেন।