তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৪০ দোকান তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৪০ দোকান - ajkerparibartan.com
তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৪০ দোকান

3:45 pm , January 16, 2019

তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিন উপজেলা সদরে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় মুহুর্তে পুড়ে গেছে প্রায় ৪০টি দোকান। এতে আনুমানিত সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝি’র মুদি দোকানের বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। তজুমদ্দিন থানার অফিস ইনচার্জ ফারুক আহম্মদ জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ, ছোট বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত কোটি টাকা হতে পারে। বাজার ব্যবসায়ীরা জানান, সি.পি.পি’র সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। মালামাল উদ্ধার ও আগুণ নিভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুল সিং, হেলাল হাওলাদারসহ প্রায় ২০জন আহত হন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তাৎক্ষনিক এলাকা পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT