3:44 pm , January 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর ইছাকাঠী এলাকায় শ্রমিক ভয়ভীতি দেখিয়ে ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠেছে এএসআই কামালের বিরুদ্ধে। এমন ঘটনা এএসআই কামালের নিত্য দিনের বলে জানা গেছে। থানা সুত্রে জানাযায়, এএসআই কামালের ঘুষ বানিজ্যের এতো অভিযোগে এয়ারপোর্ট থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা অতিষ্ঠ।এমনকি সাধারন মানুষকে মাদক দিয়ে দড়িয়ে দেয়ার হুমকি দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তার দাড়ে কোন মানুষই নিরাপদ নয়। এমন একটি ঘটনা ঘটেছে গত শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে ইছাকাঠী এলাকার ডি আইজি অফিস সংলগ্ন লাদেন সড়কে। এলাকাবাসীর একাধিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় আলমগীর আকনের বাড়ীতে টিউবওয়েলের লেবাররা কাজ শেষে খিচুড়ি খাবার আয়োজন করেন। সে সময় লেবারদের মধ্যে কয়েকজন তাস খেলতে ছিলো। এমন সময় সাদা পোশাকে হাজির হন এয়ারপোর্ট থানার এএসআই কামালসহ দুজন, সাথে থানার দালাল সেলিম মহুরি। ঘটনাস্থলে গিয়ে লেবার সর্দার নজরুলসহ ১৪/১৫ জন লেবারকে থানায় আটক করে নেয়ার ভয়ভীতি দেখিয়ে দালাল সেলিম মহুরির মধ্যস্থতায় ১৬,০০০ টাকা ঘুষর আদায় করে । এসময় ওই এলাকার মুক্তিযোদ্ধার সন্তান আতিক তাদের প্রশ্ন করে যে আপনারা থানার পুলিশ? তাহলে আপনাদের পোশাক থাকবেনা? আতিকের এমন প্রশ্নে খেপে গিয়ে আতিককে বেধরক মারধর করেন এএসআই কামাল। ডিউটি থাক বা না থাক নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাসিয়ে দেওয়ার নাম করেও টাকা হাতায় এএসআই কামাল।এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, ঘটনাটি আমার জানা নেই খোজ খবর নিয়ে দেখবো। যদি কেউ অপরাধ করে শাস্তি তাকে পেতেই হবে।