আগৈলঝাড়ায় আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি আগৈলঝাড়ায় আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

3:43 pm , January 16, 2019

কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর উপজেলা নির্বাচন নিয়ে তোরজোর শুরু করেছে রাজনৈতিক নেতা-কমীরা। বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামীলীগ মাঠে থাকলেও বিএনপি রয়েছে কেন্দ্রীয় সিন্ধান্তের অপেক্ষায়। নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সংবাদের পর বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র কাছে মনোনয়ন চাইবেন মনোনয়ন প্রত্যাশিরা। স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে উপজেলা নির্বাচনে তফসিল ঘোষনা না হলেও আগৈলঝাড়া উপজেলায় হাটে-মাঠে-ঘাটে সর্বত্র বইছে উপজেলা নির্বাচনী হাওয়া। আওয়ামীলীগ ও বিএনপি থেকে কে হচ্ছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। ভোটারসহ জনগনের মাঝে আলোচনা চলছে সর্বত্র। ইতোমধ্যেই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা খান, উপজেলা আওযামীলীগের সমম্বয়ক ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিত কুমার সমদ্দার, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত। অনেক নেতারাই উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে যোগাযোগ করে চলছেন। এদিকে বিএনপি উপজেলা নির্বাচনের ব্যাপারে দলীয় কেন্দ্রীয় সিদ্বান্তের অপেক্ষায় রয়েছে। তবে এব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় বিএনপি যে সিদ্বান্ত দেবেন সেই সিদ্বান্ত মোতাবেক আমরা উপজেলা বিএনপি কাজ করব। তাই বর্তমানে আমাদের দলীয় নেতা-কমীরা চুপচাপ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT