3:16 pm , January 12, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধা বিনোদ চন্দ্র বেপারী বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল শনিবার সকালে এস আই জসীম উদ্দিনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় তাকে রাষ্ট্রিয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রিয় মর্যাদা শেষে উপজেলার রাংতা গ্রামের নিজ বাড়িতে বিনোদ চন্দ্র বেপারীর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।