3:08 pm , January 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে গম পাচারের ছবিধারন করতে গিয়ে কারারক্ষীদের হামলা ও শারিরীকভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক শামীম আহমেদ। গতকাল শনিবার দুপুরে কারাফটকের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে পাঁচ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহিৃত করে তাদেরকেও সাময়িকভাবে বরখাস্ত করা ও সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ডিআইজি (প্রিজন) মো. তওহিদুল ইসলাম এবং জেষ্ঠ্য জেল সুপার প্রশান্ত কুমার বনিক। এদিকে, এ ঘটনায় দু:খ প্রকাশ করে এই দুই কারা কর্মকর্তা সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটে, সেই জন্য জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে বলেও ঘোষনা দেন ডিআইজি (প্রিজন) ও জেষ্ঠ্য জেল সুপার। অপরদিকে, কারাগার থেকে পাচারের অভিযোগে ২৮ বস্তা গম উদ্ধার ও জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলো-উজ্জল মিয়া, আবুল খায়ের, আবু বক্কর, খোকন ও সাঈদ। হামলার শিকার নগরীর সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক শামীম আহমেদকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার ও নিজের প্রতি নির্মমতার বর্ননা দিয়ে সাংবাদিক শামীম আহমেদ বলেন, কারাগার থেকে চোরাইভাবে গম বিক্রির জন্য পাচার করার খবর পেয়েছেন তিনি। এই খবর পেয়ে তিনি কারাগারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কারা ফটকের বাইরে সদর রোডের অগ্রনী ব্যাংকের সামনে দেখতে পান গম বোঝাই ভ্যানগাড়ী থানা পুলিশ আটকে রেখেছে। সেই ভ্যানগাড়ি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে কারা পুলিশ। উভয় বাহিনীর মধ্যে ধস্তাধস্তির দৃশ্য ধারনের জন্য ক্যামেরা বের করার সাথে সাথে কারারক্ষীরা ক্ষিপ্ত হয়ে তার (সাংবাদিক শামীম আহমেদ) উপর হামলা করে। তাকে চড়-কিল-ঘুষি দিতে দিতে টেনে হেচরে কারা ফটকের মধ্যে নিয়ে যায়। কারাফটকের মধ্যে নিয়েও ৮/১০ কারারক্ষীরা তার উপর নির্মম ও নির্দয়ভাবে চড়াও হয়। তারা এলোপাতারিভাবে লাথি, কিল-ঘুষি দেয়াসহ বেধরকভাবে পেটানো হয়। এতে গুরুতর আহত হওয়ার পর কারারক্ষীরা তাকে কারা অভ্যন্তরে নিয়ে আটকে রাখে।
এদিকে, কারা ফটকে থাকা দর্শনার্থীরা এ খবর সাংবাদিকদের কাছে পৌছায়। এ খবর পেয়ে সাংবাদিকদের প্রায় সকল সংগঠনের নেতৃবৃন্দ, জেষ্ঠ্যসহ পেশাদার সাংবাদিকরা কারাগারে ছুটে যায়। তারা কারা ফটকের সামনে জড়ো হলে জেষ্ঠ্য জেল সুপার প্রশান্ত কুমার বনিক সাংবাদিকদের সকল সংগঠনের নেতৃবৃন্দ ও জেষ্ঠ্যসহ পেশাদার সাংবাদিকদের নিয়ে তার দপ্তরে বৈঠক করেন। এ সময় তিনি ঘটনার জন্য দু:খ প্রকাশসহ ক্ষমা চেয়ে জড়িতদের চিহিৃত করে তাৎক্ষনিকভাবে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় মামলা এবং দৃষ্টান্তমুলক শাস্তির নিশ্চয়তা দেন। কিছু সময় পর সেখানে আসেন ডিআইজি (প্রিজন) মো. তওহিদুল ইসলাম। তিনিও ঘটনার জন্য দু:খ প্রকাশসহ ক্ষমা চেয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দর কাছে ঘোষনা দেন।
পরে তাৎক্ষনিকভাবে চিহিৃত পাঁচ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষনা দেন জেষ্ঠ্য জেল সুপার প্রশান্ত কুমার বনিক। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দকে নিযে ভিডিও ফুটেজ দেখে জড়িত অন্যান্যদের চিহিৃত করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলার সভাপতি কাজী মিরাজ বলেন, একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের জন্যই পাচার হওয়া চালের ছবি তুলতে যায়। সেই ঘটনা আড়াল করতে সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। ডিআইজি (প্রিজন) এবং জেষ্ঠ্য জেল সুপার দু’জনই এই ঘটনায় সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। তারা কি ব্যবস্থা গ্রহন করবেন আমরা সেই ঘোষনার অপেক্ষায় আছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের বরখাস্ত না করা হলে সাংবাদিকরা আন্দোলন কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবো।
যুগান্ত’র বরিশাল ব্যুরো চীফ আখতার ফারুক শাহিন বলেন, কিছু হলেই সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। কখনো সরদার দলীয় লোকজন, কখনো আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতন করছে। বরিশাল কারাগারে শামীম আহমেদ এর উপর হামলার যে ঘটনা ঘটেছে সেটা তারই একটি অংশ। আমরা কোন আশ্বাস চাই না। চাই বিচার। শামীম আহমেদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
ডিআইজি প্রিজন তওহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি রেশনের গাম বাইরে বের করা নিয়ে সাংবাদিককে মারধর করা হয়েছে। যাই ঘটুক না কেন একজন সাংবাদিককে মারধর করা হবে এটা মেনে নেয়া যায় না। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো এবং তা খুব দ্রুততার সাথেই করা হবে। অপরদিকে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, কারাগার থেকে গম পাচারের খবরে অভিযান চালানো হয়। এ সময় বাজার রোড থেকে দুই ভ্যান গাড়িতে থাকা ২৮ বস্তা গম উদ্ধারসহ তিন জনকে আটক করা হয়েছে। গম রেশনের কিনা নিশ্চিত হওয়ার জন্য তথ্য প্রমান চাওয়া হয়েছে। তথ্য পেলে যাচাই বাছাই করা হবে। পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।