3:16 pm , January 11, 2019
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-৪ আসন থেকে দ্বিতীয় বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পংকজ নাথ শপথ গ্রহণ শেষে আজ মেহেন্দিগঞ্জে আসছেন। পংকজ নাথ’র আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরকে সাজানো হয়েছে বর্ণিল সাঁজে। নেতাকর্মীদের মাঝে বইছে বিপুল উৎসাহ উদ্দিপনা। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য পংকজ নাথ একজন সদালাপী, সাদা মনের মানুষ হিসাবে বরিশাল-৪ আসনে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ফলে জনগণ শতস্ফুর্তভাবে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি সব সময় জনগণের এবং উন্নয়নের কথা ভাবেন। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো আগামী দিনে সমাপ্ত করাই হলো তার প্রধান লক্ষ্য। সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জে নেতাকমীদের শুভেচ্ছা বিনিময় শেষে সকালে লেঙ্গুটিয়া বাজারে শোকরানা দোয়া ও নতুন বিদ্যুতায়নের কাজ উদ্বোধন করে বিকালে কাজীরহাট থানা আওয়ামীলীগ আয়োজিত শোকরানা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যোগদান করবেন। সংসদ সদস্য পংকজ নাথ এর আগমনে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির দেওয়ান ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার গুহ সহ সকল সদস্যদের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন।