আনসার সদস্য সুমনের মহতী উদ্যোগ আনসার সদস্য সুমনের মহতী উদ্যোগ - ajkerparibartan.com
আনসার সদস্য সুমনের মহতী উদ্যোগ

3:13 pm , January 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নথুল্লাবাদে ভয়াবহ অগ্নিকান্ড থেকে পেট্টোল পাম্পসহ, ব্যাংক-বীমা,ব্যবসা-প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রক্ষা করে পুরস্কৃত আনসার সদস্য মো. সুমন এগিয়ে এসেছে শীতার্ত দরিদ্র মানুষের পাশে। নিজ উদ্যোগ ও অর্থায়নে গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেছে। বুধবার দিবাগত গভীর রাতে নগরীর লঞ্চঘাট, পোর্ট রোড, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, রূপাতলী বাসষ্ট্যান্ড, নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড, সদর রোড বিবির পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় গিয়ে গীরব, অসহায় ও দুস্থ শীতার্তদের হাতে তুলে দিয়েছে কম্বল। তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এছাড়াও তার কম্বল পেয়ে অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা প্রানভরে তাকে দোয়া করেছেন। এ বিষয়ে আনসার সুমন বলেন, মা-বাবার উৎসাহে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি নগরীর অসহায় দুস্থদের মাঝে ২০০ কম্বল বিতরন করেছেন। সামান্য আয়ের একজন আনসার সদস্য হয়ে তিনি অসহায় গরীবদের মাঝে দুইশ কম্বল দিতে পারায় নিজেকে ভাগ্যবান ভাবছেন । এছাড়াও সমাজের বিত্তবানদের দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহবান জানিয়েছে সুমন। শুধু নগরীর নয়, নিজ গ্রাম গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকায় কম্বল বিতরন করবেন। তার কম্বল বিতরনে সহায়তা করেছে আনসার এপিসি মোঃ মাইনুল হক, ভিডিপি সদস্য মো. শামিম হাওলাদার, চাচাতো ভাই মোঃ রাজু মল্লিক, সুজন মল্লিক ও আনসার এপিসি মো. মাইনুল। রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের চারাখালী গ্রামের মোঃ জাহাঙ্গীর মল্লিকের ছেলে সুমন রূপালী ব্যাংকের সেন্ট্রাল বাস টার্মিনাল শাখায় নিরাপত্তা প্রহরীর দায়িত্বে রয়েছেন। গত ১৩ নভেম্বর নথুল্লাবাদের পেট্টোল পাম্প মেসার্স বরিশাল অটো সার্ভিসে অগ্নিকান্ড হয়। ভয়ে সবাই যখন আগুন নিভানোর কার্যকরি ভুমিকা পালন করেনি। তখন সুমন পাম্পে ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া ঈদ বাড়ী এসে কর্মে ফেরা যাত্রী নৌ-বন্দরে লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া যাত্রীকে জীবনের ঝুকি নিয়ে উদ্ধার করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT