3:12 pm , January 11, 2019

লালমোহন প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচনের এখনও নির্ধারণ হয়নি দিনক্ষণ। নির্বাচন কমিশন শুধু মাত্র ফেব্রুয়ারীতে তফসীল ও মার্চে নির্বাচন হওয়ার কথা বলেছেন। এতে করেই ভোলার লালমোহনে চলছে প্রার্থীদের তোড়জোর। অনেকেই জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রয়েছেন এখানে পাঁচ জন। এ সংখ্যা আরো বাড়তে পারে। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর সভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল পঞ্চায়েত। তবে দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই সকলে কাজ করবেন বলে জানিয়েছেন তারা। চূড়ান্তভাবে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী সেদিকেই তাকিয়ে আছেন এখানের ভোটাররা।