নলছিটিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার নলছিটিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার - ajkerparibartan.com
নলছিটিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

3:38 pm , January 10, 2019

পরিবর্তন ডেস্ক ॥ নলছিটিতে নিখোঁজ হওয়ার একদিন পর হানিফ খন্দকার (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কুমারখালী এলাকার একটি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। হানিফ ভাঙ্গাদৌলা গ্রামের নজির আহম্মেদ খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, হানিফ কুমারখালী এলাকার মন্টু মীরের করাত কলে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার (৯ জানুয়ারি) সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে কুমারখালী এলাকার একটি খালের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, কি কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT