3:36 pm , January 10, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গলাচিপা উপজেলার উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করেছে। এছাড়াও হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করেছে। শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন গলাচিপার দুপ্রক এর সাধারণ সম্পাদক হাজী আঃ রব সিকদার, সহ সভাপতি মো: সুলতান আহমেদ, সদস্য আবু বকর শিবলী ও রাকিবুল হাসান ও সবুজ পাল। অপরদিকে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে চালু করা সততা ষ্টোর উদ্বোধন করেন গলাচিপা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো: রফিকুল আলম।