3:36 pm , January 10, 2019
গৌরনদী প্রতিবেদক ॥ ‘‘সকলের সহযোগীতায় আমাদের পথচলা”এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্ননে বরিশালের গৌরনদী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। স্কুলের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, স্কুল পরিচালনা কমিটির কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজান প্যাদার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, স্কুল পরিচালনা কমিটির কমিটির সদস্য দেলোয়ার হোসেন বেগ, শহীদ বেপারী, সহকারী শিক্ষক মনিমোহন পাত্র, হাসনে জাহান রেখা, মোঃ কামরুজ্জামান, শিশির কুমার গাইন, গবিন্দ চন্দ্র নাগ, অভিভাবক আবু আব্দুল্লাহ তালুকদার, সনিয়া আজাদ, রিনা বেগমসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষকবৃন্দ।