3:32 pm , January 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোষ্ট করার অপরাধে মো. তানভীর হাসান মোহন (২৩) নামের এক সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার মাদারীপুর জেলার শিবচর থানাধীন নলগোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের টিম। গ্রেপ্তারকৃত তানভীর হাসান মোহন রাজশাহী জেলার বাঘা থানাধিন তুলসিপুর এলাকার মো. আব্দুল মান্নান এর ছেলে। মাদারীপুরের শিবচর থানাধিন মৃধাকান্দা এলাকায় থাকত মোহন। বৃহস্পতিবার সকালে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়, সাইবার অপরাধী মোহন তার নিজ নামীয় ঞধহনরৎ ঐধংংধহ তানভীর হাসান নামক ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোষ্ট করে। তাছাড়া প্রধান মন্ত্রীর পূত্র সজিব ওয়াজেদ জয়, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এর নামে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিল। র্যাব জানায় মোহন জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।