চরকাউয়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ মামলার ৯৫ আসামী খালাস চরকাউয়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ মামলার ৯৫ আসামী খালাস - ajkerparibartan.com
চরকাউয়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ মামলার ৯৫ আসামী খালাস

3:29 pm , January 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র হত্যার আলোচিত ঘটনায় হিন্দু বাড়িতে আগুন দেয়ার অভিযোগে করা মামলার ৫ বছর পরে ৯৫ আসামিকে খালাস দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ। মামলায় বাদী দেবরঞ্জন হালদার কালিপদ তার দেয়া সক্ষিতে আদালতের কাছে জানান যেদিন ঘরে আগুন দেয়া হয় সেদিন সে এবং তার পরিবারের কেউ বাড়িতে ছিলো না। এমনকি কে বা কারা আগুন দিয়েছে তাও তিনি দেখেননি। অন্যের প্ররোচনায় তিনি এই মামলা করেছেন। তার সাক্ষ্য আমলে নিয়ে বিচারক সকল আসামিদের খালাস দেন। রায় ঘোষণার সময় ৮৮ আসামি উপস্থিত ছিলো। খালাসপ্রাপ্তরা হলো- সেলিম হাওলাদার, খান মো. আবু বকর সিদ্দিক মেম্বার, আল আমিন গাজী, জুয়েল রাঢ়ী, নূরে আলম খান, রফিক ফরাজী, সুরুজ হাওলাদার, গাজী সালাম ও আলম গাজী সহ ৯৫ জন। আদালতের বেঞ্চ সহকারি সেলিম আহমেদ জানান, ২০১৩ সালের ১৪ নভেম্বর চরকাউয়া ইউনিয়নে কালিখোলা গ্রামের মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পারভেজ গাজী (২০) সহ কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করে হিন্দুবাড়ির কয়েকটি ছেলে। পরে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে পারভেজকে মৃত বলে ঘোষণা করে শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও ওই এলাকার জহিরুল নামে আরো একটি ছেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই সংবাদে চরকাউয়া ইউনিয়নের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঐদিন রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী ঐ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ১৫ টি পরিবারের ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে ১৭ নভেম্বর হিন্দুবাড়ির বাসিন্দা দেবরঞ্জন হালদার কালিপদ অজ্ঞাত ১৬০০ জনকে অভিযুক্ত করে বন্দর থানায় মামলা করে। ২০১৫ সালের ৮ ডিসেম্বর ১০৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় বন্দর থানার তৎকালীন পুলিশ পরির্দশক এসএম মাহবুব উল আলম। পরে বিচারক চার্জশীট আমলে নিয়ে অভিযোগ গঠনের তারিখে ১০ জন মহিলা আসামিকে বাদ দিয়ে ৯৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। পরে বাদী সহ ২ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। পরে পুলিশ আর কোন সাক্ষ্য হাজির করতে না পারায় এবং বাদীর দেয়া সাক্ষ্যে অগ্নিসংযোগ প্রমান না হওয়ায় বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT