নগরীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা নগরীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা - ajkerparibartan.com
নগরীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

3:11 pm , January 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বটতলা এলাকার আমির কুটিরে গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার ফাতেমা মঞ্জিলের চতুর্থ তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার ইতি (১৬) ওই এলাকার মতিউর রহমানের ৫ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা। সে বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, স্কুল ছাত্রী ইতি নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা বিষয়টি টের পেয়ে ইতিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি বলেন, সামনে এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলেও ইতি লেখাপড়ায় মনোযোগী ছিলো না। এজন্য তার বাবা-মা গাল মন্দ করেছিলো। এর পরেই সে নিজ ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবী করা হয়েছে। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি নুরুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT