তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু পুটি: আটক ৪ তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু পুটি: আটক ৪ - ajkerparibartan.com
তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু পুটি: আটক ৪

3:10 pm , January 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে অপহৃত সাড়ে তিন বছরের শিশু দিপা রাণী পুটিকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে তাকে অপহরনের পর ৪০ লাখ টাকা মুক্তিপন দাবীর ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যার মোবাইল থেকে মুক্তিপনের টাকা চাওয়া হয়েছে সেই ব্যক্তিও রয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম। এর আগে রোববার সকাল ১০টার দিকে তিনি ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ এলাকার ভাড়াটিয়া বাসা থেকে শিশু দিপা রাণী পুটি অপহরন হয়। পরে সন্ধ্যার দিকে পরিবারের কাছে ফোন করে ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী করে দুর্বৃত্তরা। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি)মো. নুরুল ইসলাম বলেন, যার ফোন নম্বর দিয়ে মুক্তিপন দাবী করা হয়েছিলো সেই রাসেলকে আমরা আটক করতে পেরেছি। এছাড়া সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১৯-২০ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তবে তাদেরকে ছেড়ে দিয়ে এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধেও ঐ ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছুই পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, রাসেলসহ আটককৃতরা দাবি করেছে তারা শিশুটিকে অপহরণ করেনি। শুধুমাত্র টাকা আদায়ের জন্য ফোন করেছিলো। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অপহৃত শিশু দিপা রাণীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, নগরীর কাউনিয়া বাশেরহাট এলাকার মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দারের মেয়ে দিপা রাণী পুটি রোববার সকালে নিজ ঘরের সামনে খেলা করছিলো। তখন দুর্বৃত্তরা তাকে অপহরন করে। সন্তানকে ফিরে পেতে প্রথমে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করলেও পরবর্তীতে ৪০ লাখ টাকা দাবী করা হয়। এই ঘটনায় শিশুর বাবা বিনয় সমাদ্দার বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছেন। যার নং-১৬/১৯।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT