শ্রমিক আন্দোলনের মুখে আফতাব হোসেনের পদত্যাগ শ্রমিক আন্দোলনের মুখে আফতাব হোসেনের পদত্যাগ - ajkerparibartan.com
শ্রমিক আন্দোলনের মুখে আফতাব হোসেনের পদত্যাগ

3:09 pm , January 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শ্রমিকদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. আফতাব হোসেন। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারন দেখিয়ে আজ মঙ্গলবার (০৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার ওই পদে সংগঠনের সহ-সভাপতি মো. ইউনুস আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়েছে। পদত্যাগ করা আফতাব হোসেন দীর্ঘ ২৭ বছর ধরে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি’র দায়িত্ব পালন করে আসছিলেন। নগরীর নথুল্লাবাদস্থ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মোসরেক বাবলু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারনে আফতাব হোসেন নিজে সমিতি কার্যালয়ে আসতে পারেননি। সমিতির অফিস সহকারীকে দিয়ে পদত্যাগপত্র লিখে পাঠিয়েছেন। আমরা তার পদত্যাগপত্র শ্রমিক ও প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দিয়েছি। এদিকে আফতাব হোসেন এর পদত্যাগের খবরে নথুল্লাবাদে পরিবহন শ্রমিকরা আনন্দ উল্লাস করে। পাশাপাশি মিষ্টি বিতরণও করেছে তারা। সেই সাথে দাবী আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত সকল কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন। তিনি বলেন, আমাদের দাবী ছিলো একটাই। তা হলো শ্রমিক নির্যাতনকারী বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এর পদত্যাগ করা। এজন্য তাকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিলো। না হলে বুধবার থেকে অভ্যন্তরিন রুটে বাস শ্রমিক ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচি ছিলো। কিন্তু তার আর কোন প্রয়োজন হয়নি। আফতাব সাহেব নিজেই পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মাধ্যমে শ্রমিকদের বিজয় হয়েছে। অপরদিকে পদত্যাগ করা বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো. আফতাব হোসেন বলেন, অনেক আগে থেকেই আমি এখান থেকে সরে চাওয়ার চিন্তা করে আসছিলাম। তার মধ্যে ওরা (শ্রমিক) যেটা করেছে সেটা একটা উছিলা মাত্র। তিনি বলেন, আমি ডায়াবেটিস সহ মানসিক অসুস্থ। তাই পদত্যাগ করেছি। এছাড়া আমার কিছু করার ছিলো না। তবে পদত্যাগের জন্য রাজনৈতিক মহলের কোন চাপ রয়েছে কিনা সে বিষয়ে তিনি মুখ খুলতে রাজি হননি। প্রসঙ্গত: গত ২ জানুয়ারী বুধবার সড়কের মাঝে বাস থামিয়ে যাত্রী নামার অপরাধে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও প্রভাতী বাসের চালক আলমগীর হোসন ও বাসের হেলপারকে মারধর করেন আফতাব হোসেন। এ ঘটনার জের ধরে আফতাব হোসেনকে অবাঞ্ছিত ঘোষনা করে তার পদত্যাগ দাবীতে ওই দিন থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে শ্রমিকরা। আফতাব হোসেন ১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে শ্রমিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও সমিতির অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। অবশ্য আফতাব বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT