বরগুনা থেকে জেএমবি’র দুই সদস্য আটক বরগুনা থেকে জেএমবি’র দুই সদস্য আটক - ajkerparibartan.com
বরগুনা থেকে জেএমবি’র দুই সদস্য আটক

3:43 pm , January 7, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা থেকে জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার পরিচালিত অভিযানে আটক দুই জঙ্গী সদস্য হলো- আব্দুল আওয়াল সিরাজ (৫৪) ও আলী হোসেন ওরফে মাইনুদ্দীন (৪৫)। সিরাজ বরগুনার পূর্ব গর্জন বুনিয়া এলকার মৃত আলহাজ্ব আব্দুল মজিদ মুসল্লীর ছেলে ও মাইনুদ্দিন আমড়াঝুড়ি এলাকার মৃত হাবিবুল্লাহ শিকদারের ছেলে। র‌্যাব জানায়, উগ্র জঙ্গী গোষ্ঠী গোপনে পূনরায় সংগঠিত হতে না পারে, সেই জন্য র‌্যাবের গোযেন্দা দল তথ্য সংগ্রহ করে। গোয়েন্দা দলের দেয়া তথ্যানুযায়ী বরগুনার বটতলা এলাকায় অভিযান করে ওই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সিরাজ ও মাইনুদ্দিন স্বীকার করে তারা ২০১২ সাল থেকে জেএমবির কার্যক্রমে জড়িত। তারা বিভিন্ন জেলায় সাথী সংগ্রহের কাজে অংশ নেয়। বর্তমানে তারা দেশের বিভিন্ন এলাকায় জেএমবি সংগঠনের প্রচারনার কাজ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র‌্যাব থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT