অপহৃত শিশু দিপা উদ্ধার হয়নি ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী অপহৃত শিশু দিপা উদ্ধার হয়নি ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী - ajkerparibartan.com
অপহৃত শিশু দিপা উদ্ধার হয়নি ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী

3:39 pm , January 7, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে থেকে অপহৃত সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যাকে দুই দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার সকালে নগরীর ২০নং ওয়ার্ড কলেজ রো নতুন মসজিদ সংলগ্ন গলির বাদল কমিশনারের বাড়ির সামনে থেকে শিশু কন্যা দীপা রানী পুটি অপহৃত হয়। সে ওই বাড়ির ভাড়াটিয়া বিনয় সমাদ্দার ও চায়না সমাদ্দার দম্পতির কন্যা। রোববার সন্ধ্যায় মোবাইল নম্বর থেকে শিশুর বাবা’র নম্বরে কল করে ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়েছে। মুক্তিপনের টাকা না পেলে শিশুটিকে হত্যা করার হুমকি দিয়েছে অপহরনকারীরা। অপহরনের দুদিন অতিবাহিত হলেও শিশুটিকে কিংবা অপহরনকারীদের সম্পর্কে কোন তথ্য উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে রোববার রাত থেকেই আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্নভাবে উপায়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। এদিকে অপহরন ও মুক্তিপন দাবীর খবর জানতে পেরে রাতে শিশুর বাসায় ছুটে যান। পাশাপাশি শিশুটিকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে তারা। খুব শিঘ্রই অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক। শিশুর বাবা বিনয় সমাদ্দার নগরীর কাউনিয়া বাসের হাট সংলগ্ন একটি মিস্টির দোকানের কর্মচারী। সে জানায়, রোববার সকাল ১০টার দিকে শিশু কন্যা দীপা রানী ঘরের সামনেই খেলা করছিলো। এর কিছুক্ষন পরেই থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। প্রতিবেশী সহ নিকট আত্মিয় স্বজনদের কাছে খোঁজ খবর ও এলাকায় মাইকিং করেও দীপার সন্ধান না পেয়ে নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। তিনি বলেন, দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির নিজের নাম পরিচয় গোপন রেখে মেয়েকে ফিরে পেতে ৪০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। তখন তার পরিচয় জানতে চাওয়া মাত্রই ফোনের সংযোগ কেটে দেয়। তিনি বলেন, তখনও বিষয়টি তেমন গুরুত্ব দেননি। তবে সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় একই নম্বর থেকে পুনরায় ফোন আসে। তখন ৪০ হাজারের পরিবর্তে ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। তা না দিলে মেয়েকে হত্যা করার হুমকি দেয়া হয়। তবে কিভাবে টাকা পাঠাতে হবে বা কোথায় দিয়ে আসতে হবে তা না জানিয়েই ফোনের সংযোগ কেটে দেয়া হয়। তাৎক্ষনিকভাবে মুক্তিপন চেয়ে হুমকি দেয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে রোববার রাতে বিএমপি’র দক্ষিণ জোনের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, কোতয়ালী মডেল থানা, গোয়েন্দা (ডিবি) পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT