3:09 pm , January 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমীক ইউনিয়নের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, সাধারন সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের ছয় দফা দাবী তুলে ধরা হয়। এর আগে গতকাল রোববার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ আয়োজন করে জেলা ইমারন শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক নেতা মোঃ আজিজুর রহমান নিজামী। সমাবেশে ইমারত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ৬টি দাবী তুলে ধরেন বক্তারা। এসময় তারা তাদের জীবনের নিরাপত্তা সহ সকল দাবী বাস্তবায়নে নতুন সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে এক বর্ণাঢ্য রালী বের করা হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়।