3:06 pm , January 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সততার পুরস্কার পেয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে (সদর) বিপুল ভোটে বিজয়ী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। ক্ষমতাসীন আ’লীগের তৃতীয়বারের মতো সরকার গঠনের মন্ত্রীসভায় স্থান পেয়েছেন তিনি। নতুন সরকারের মন্ত্রনালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন সাবেক এ সেনা কর্মকর্তা। গতকাল রোববার মন্ত্রী পরিষদ সচিব অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের পাশাপাশি প্রতীমন্ত্রী হিসেবে জাহিদ ফারুক শামীম এর নামটিও ঘোষনা করা হয়। এদিকে প্রথম বারের মত বরিশাল সদর আসন থেকে নির্বাচিত কোন এমপিকে মন্ত্রীত্ব দেয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মী সহ জেলাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন তারা। পাশাপাশি মন্ত্রীত্ব পেয়েই বরিশাল তথা দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মহাসড়কে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। বিশেষ করে বরিশাল-ঢাকা সহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীন নদীপথ ঝুকিমুক্ত ও নদী ভাঙ্গনের হাত থেকে বরিশালবাসিকে রক্ষায় কাজ করার কথা জানিয়েছেন তিনি।
আজকের পরিবর্তনকে দেয়া একান্ত সাক্ষাতকারে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, সৎ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রী সভায় স্থান করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে যোগ্য মনে করে পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো।
প্রতিমন্ত্রী বলেন, আমি মন্ত্রীত্ব পেয়েছি। এটি বরিশালবাসির জন্য একটি বড় পাওয়া। তাই বরিশালবাসির উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য হবে। বরিশালে নদী ভাঙ্গন থাকবে না বলে আশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, নদী পথের উন্নয়ন হবে। পাশাপাশি নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সরকারি যেসব বরাদ্দ বা প্রকল্প রয়েছে তা সঠিক ভাবে বন্টনের চেষ্টা করব। যাতে কোন অসহায় মানুষ বঞ্চিত না হয়। কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ২১টি সংসদীয় আসনের মধ্যে বরিশাল সদর-৫ আসনটি পূর্বে থেকেই অনেক গুরুত্বপূর্ন। এটি বিভাগীয় হেটকোয়ার্টার হিসেবেই পরিচিত। কিন্তু গত তিনযুগ ধরে বরিশাল সদর আসনে মন্ত্রীত্ব পাননি কেউ। বিগত জোট সরকারের সময়ে বিএনপি’র বর্তমান যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছিলো। তাছাড়া বাবুগঞ্জের সন্তান রাশেদ খান মেনন সর্বশেষ মন্ত্রী ছিলেন। এর আগে বাবুগঞ্জ এবং মেহেন্দিগঞ্জের সন্তান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রীত্ব পেয়েছিলেন। কিন্তু বরিশাল সদর থেকে আদৌ মন্ত্রীত্ব পাননি কেউ। তাই প্রথম বারের মত বরিশাল সদর আসনে কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমকে মন্ত্রীত্ব দেয়ায় শুধু স্থানীয় রাজনৈতিক মহলেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও আনন্দ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার এই পাওয়াকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া অসামান্য উপহার হিসেবে দেখছেন তারা।