আশরাফুল ইসলামের আদর্শকে লালন করতে হবে -জ্যাকব আশরাফুল ইসলামের আদর্শকে লালন করতে হবে -জ্যাকব - ajkerparibartan.com
আশরাফুল ইসলামের আদর্শকে লালন করতে হবে -জ্যাকব

3:31 pm , January 5, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ সৈয়দ আশরাফের মতো কীর্তিমান দেশপ্রেমিক সজ্জন রাজনীতিবিদের জীবন মৃত্যুতেই শেষ হয়ে যায় না। তিনি আকাশের ধ্রুবতারা হয়ে প্রজম্ম থেকে প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক পথচলার নির্দেশক হিসেবে ভূমিকা রাখবেন। আওয়ামীলীগের সভাপতিমন্ডলির সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসব কথা বলেছেন। গতকাল শনিবার বাদ জোহর চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ স্থানীয় খাসমহল মসজিদে এই মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে। উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আরো বলেছেন, কীর্তিমান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের সততা এবং বিশ্বস্ততার আদর্শকে মনে-প্রাণে লালনের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। মিলাদ ও দোয়া মোনাজত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা ওলামালীগ সভাপতি অধ্যক্ষ মইনুদ্দীন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. ছিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খাসমহল জামে মসজিদের পেশ ইমাম মাও. রফিকুল ইসলাম মিলাদ ও দোয়া মোনাজত পরিচালনা করেন। এর আগে তিনি তার পিতা সাবেক এমপি অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT