কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - ajkerparibartan.com
কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

3:28 pm , January 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার (নাপতারহাট) এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর জানান, বিকাল ৫টার দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরন করেন তারা। তিনি বলেন, নাম পরিচয় না জানা গেলেও মৃত উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তার পরনে ব্লু রং এর টি-শার্ট, পরনে জিন্স প্যান্ট ও হাতে তিনটি আংটি রয়েছে। লাশের শরীরে তেমন কোন আঘাত দৃশ্যমান নেই। দু-একদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা পুলিশের।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়সাল আহমেদ বলেন, স্থানীয়দের ভাস্যমতে লাশটি লঞ্চ ঘাটের দিক থেকে ভেসে আসে। তার বিষয়ে খোঁজ খবর নিতে থানায় থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। তাছাড়া ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT