3:18 pm , January 4, 2019
বানারীপাড়া প্রতিবেদক ॥ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বানারীপাড়ায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগ তাদের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক কর্মসূচি সিথিল করেন। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম,যুবলীগের সভাপতি নুরুল হুদা তালুকদার,সহ-সভাপতি সুমম রায় সুমন,সাধারণ সম্পাদক মুনতাকিম লস্কর কায়েস, উপজেলা ছাত্রলীগ’র সভাপতি সুমন মোল্লা,সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন,সম্পাদক ফোরকান আলী হাওলাদার পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সম্পাদক সজল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল ঘরামী, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাখ, সাগর আহমেদ সাজু,ছাত্রলীগ নেতা মনির হোসেন, ফজলে রাব্বি,সাগর চন্দ্র শীল প্রমুখ।