3:16 pm , January 4, 2019

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় এলিজা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর ও শ^াশুড়ীর বিরুদ্ধে। থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন সাপলেজা গ্রামের শ^শুরবাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন। নিহত এলিজা বেগম উপজেলার দক্ষিন সাপলেজাগ্রামের নির্মান শ্রমিক নুর আলম পহলান এর স্ত্রী এবং হাজীগঞ্জ গ্রামের মজিবর মুন্সির মেয়ে।
নিহতের বাবা মজিবর মুন্সি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে আমার মেয়েকে প্রায়ই শ্বশুর বাড়ির লোকজন মারধর করত। তবে এবার তারা নির্যাতন করে এলিজাকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করছে। আমরা খবর পেয়ে এলিজার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি ওর মরদেহ মাটিতে শুইয়ে রাখা হয়েছে। আমার জামাই ও মেয়ের শ^াশুড়ীকে খুঁজে না পেয়ে পরে মঠবাড়িয়া থানায় খবর দেই।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজাহার আমিন (বিপিএম) বলেন, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর রহস্য জানা যাবে।