3:11 pm , January 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দুই দশকের বেশী সময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হয় না বরিশাল জেলা ক্রীড়া সংস্থার। সাম্প্রতি আহবায়ক কমিটির সদস্য-সচিবের মৃত্যুতে নেতৃত্ব শূন্যতা আরো প্রকট হয়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করেছে জেলার ক্রীড়া সংগঠকরা। তাদের দাবী দ্রুত নির্বাচনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হোক। এজন্য তারা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর হস্তক্ষেপ দাবী করেছেন। জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্তরা জানান, দীর্ঘদিন অনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃত্ব আর দায়িত্বহীনতায় শুধুই পিছিয়ে যাচ্ছে জেলার ক্রীড়াঙ্গন। তারা বলছেন সারাদেশে বরিশালই একমাত্র জেলা,যেখানে ক্রীড়া সংস্থার কোন নির্বাচন হয়না। এ কারনে বরিশালে একের পর এক টুর্র্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া সহ খেলার পরিধি সংকুচিত হয়ে আসছে। দ্রুত নির্বাচন সম্পন্ন করে ক্রীড়াঙ্গনে গতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানান তারা।
ক্রীড়া সংস্থার নেতা ও ক্রীড়া সংগঠক আলমগীর খান আলো, আসাদুজ্জামান খসরু, মঞ্জুরুল আহসান ফেরদৌস, আমিনুল ইসলাম সুরুজ, শেখ মোস্তফা আজিম হালিম, জহিরুল ইসলাম জাফরসহ অন্যান্যরা জানান, ১৯৯৭ সালে সর্বশেষ বরিশাল জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২১ টি বছরে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি আর রাজনৈতিক ছত্রছায়ায় সদস্য সচিব নির্বাচিত হয়ে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। প্রকৃত খেলোয়াড়রা নেতৃত্বে আসতে না পারায় নির্মান স্কুল, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ, ১ম ও ২য় বিভাগের মত জনপ্রিয় টুর্নামেন্টগুলোসহ অনেক খেলা বন্ধ হয়ে গেছে। এ কারনে জেলায় খেলোয়াড় তৈরী না হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের ষ্টেডিয়ামও অলস পড়ে আছে বছরের পর বছর। স্থানীয় খেলোয়ার ও সংগঠকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত নির্বাচনের দাবী জানান। সারাদেশে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হলেও একমাত্র বরিশাল জেলায় নির্বাচন না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক খেলোয়ার ও সংগঠকরাও। তারা জানান অনির্বাচিত কমিটির কোন জবাবদিহিতা না থাকা ও ক্রীড়াঙ্গনের বাইরের ব্যাক্তিদের পদ আকড়ে থাকায় মাঠ বিমুখ হয়ে পরছে প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াররা।
কেন নির্বাচন হয়না এমন প্রশ্নের জবাবে জেলা ক্রীড়া সংস্থার সর্বশেষ নির্বাচিত সাধারন সম্পাদক ও বরিশাল থেকে নির্বাচিত বিসিবির পরিচালক আলমগীর খান আলো বলেন এর দায় সকলের। আর দায়িত্বরতরা জানান উপজেলায় নির্বাচন না হওয়ায় জেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে খুব শীঘ্রই প্রানবন্ত জেলা ক্রীড়া সংস্থা গড়ে তোলা হবে। এদিকে সর্বশেষ সদস্য সচিব নুরূল আলম নুরুর মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গন আরো নেতৃত্ব শূন্যতায় ভ’গছে । এখন দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে প্রানবন্ত পরিবেশ তৈরীর অপেক্ষায় এখানকার খেলোয়ার সহ সকল সংগঠক ও নেতৃবৃন্দের।