আপিল বিভাগ পুনর্গঠন আপিল বিভাগ পুনর্গঠন - ajkerparibartan.com
আপিল বিভাগ পুনর্গঠন

3:22 pm , January 3, 2019

পরিবর্তন ডেস্ক ॥ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে আপিল বিভাগের ১ নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ আরও ৪ জন। তারা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি মো. নুরুজ্জামান। এছাড়াও আপিল বিভাগের ২ নং কোর্ট বসবে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে। একই বেঞ্চে আরও থাকবেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী। আগামী রবিবার থেকে এ দুটি বেঞ্চ বসবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, মামলা জট কমাতেই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এছাড়া মো. নুরুজ্জামান ননীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT