পুন.নির্বাচন ও গৃহবধূ ধর্ষণের বিচারের দাবীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন পুন.নির্বাচন ও গৃহবধূ ধর্ষণের বিচারের দাবীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন - ajkerparibartan.com
পুন.নির্বাচন ও গৃহবধূ ধর্ষণের বিচারের দাবীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন

3:18 pm , January 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নজীরবিহীন ডাকাতির ভোট বাতিল ও নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে দল বেঁধে ধর্ষণের বিচার দাবীতে নগরীতে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ এর উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বাম জোটের নেতৃবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর দেশে একটি ভোট ডাকাতীর নির্বাচন হয়েছে। এতে গণতন্ত্র কলংকিত হয়েছে। সারা দেশে নির্বাচনের নামে নেতা-কর্মীদের উপর হামলা ও সাধারণ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, নোয়াখালীতে এক জন নারী ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে প্রতিবাদ জানায়। এজন্য তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। যারা এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করছি। পাশাপাশি অবিলম্বে ভোট ডাকাতীর নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনী দাবী জানান বক্তারা। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী, জোটের জেলার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাড. একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব হারুন অর রশীদ মাহমুদ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT