3:21 pm , January 2, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বেতাগীতে দুর-সম্পর্কের ভাইজিকে ব্র্যাকে চাকুরী দেয়ার নাম করে বরিশালের একটি হোটেলে রেখে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় চাচাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শাহ জালাল মল্লিক গতকাল বুধবার বরিশাল সদর জিআরও শাখায় এ চার্জশিট (অভিযোগপত্রটি) জমা দেন। চার্জশিটে অভিযুক্ত আসামি হল, পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী থানার বাসিন্দা ইসমাইল বেপারীর ছেলে দুলাল বেপারী। অভিযোগ সুত্রে জানাগেছে, চাচতো ভাইয়ের ১৪ বছর বয়সী মেয়েকে ব্রাকে চাকুরী দেয়ার নামে দুই দিনের ট্রেনিং দেয়ার কথা বলে গত ২৮ জুলাই সকালে বেতাগী থেকে নগরীতে নিয়ে আসে চাচা দুলাল। এরপর সারাদিন একটি ক্লিনিকে বসিয়ে রেখে মেয়েটিকে জানায় আজ আর ট্রেনিং পরের দিন হবে বলে জানায়। এরপর তাকে নিয়ে নগরীর পুর্ব বগুড়া রোডস্থ আবাসিক হোটেল আবাবিলে গিয়ে নিজেদের স্বামী স্ত্রী পরিচয়ে একটি কক্ষ ভাড়া নেয়। রাত ১০টার পর ভাইজি ঘুমিয়ে পড়লে মেরে ফেলার হুমকি দিয়ে ওই রাতে তাকে ধর্ষন করে। পরদিন সকাল সাড়ে ৭ টায় হোটেল থেকে রাস্তায় বের হলে ভাইজি স্থানীয় পথচারীদের কাছে এ বিষয়টি বলে দেয়। পরে স্থানীয়রা চাচাকে আটক করে কোতয়ালী মডেল থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে খবর পেয়ে মেয়ের বাবা নগরীর এসে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।