3:12 pm , January 1, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর উত্তর আলেকান্দা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিকট নতুন বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করে বিদ্যালয়ে অধ্যায়নরত কোমলমতি শিক্ষার্থীরা। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম আজিয়র রহমান। বিদ্যালয়ের চেয়ারম্যান এস আমরিন রাখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মোতালেব হাওলাদার, গ্লোবাল ইউনিভার্সিটির উপাধ্যক্ষ প্রফেসর তপন কুমার পাল, গ্লোবাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার কে এম এনায়েত হোসেন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক কীর্তনখোলা পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লুৎফুন নাহার আফরোজ। এসময় বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ায় তারা পড়াশোনায় বেশী মনোযোগী হবে। শিক্ষার্থীরা বইয়ের প্রতি আগ্রহী হলে পরীক্ষার ফলাফলে অবশ্যই তার ইতিবাচক প্রভাব পড়বে। আমরা দেখে আসছি এ ধরনের কার্যক্রম গ্রহণের পর থেকে পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে। গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এম আমরিন রাখি তার বক্তৃতায় বলেন, প্রথমে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ তিনি আজ সারাদেশে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিনে হাতে হাতে বই পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। আমরা গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফলে শতভাগ চেষ্টা করছি। একজন শিশু শিক্ষার্থীকে শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষাই নয় তাকে মৌলিক শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষে পরিণত করাটাও আমাদের দায়িত্ব। এজন্য অভিভাবক এবং সকলের সহযোগীতা প্রয়োজন। আমরা মনে করি একজন শিক্ষার্থী আমাদের পরিবারের সদস্য। এজন্য তার সকল ভালো দিক নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যয়নরত প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং বিদ্যালয়ের চেয়ারম্যান এস আমরিন রাখি।
পরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এস আমরিন রাখি, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রফেসর তপন কুমার বল, সাংবাদিক কাজী মিরাজ মাহমুদকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয় বিদ্যালয়ের শিক্ষকাগন। এর আগে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করা হয়। অতিথি,শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে বই উৎসবে আনন্দঘন পরিবেশ তৈরী হয়।