ববি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর অর্ধেক অনুপস্থিত ববি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর অর্ধেক অনুপস্থিত - ajkerparibartan.com
ববি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর অর্ধেক অনুপস্থিত

2:21 pm , December 28, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৫০ দশমিক ৯৩ ভাগ। সে হিসেবে ‘ক’ ইউনিটের পরীক্ষায়ও প্রায় ৪৯ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ববি’র সম্মান প্রথম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দুই ইউনিটের পরীক্ষায়ও অনুপস্থিতির হার ছিলো ৫০ শতাংশ।
এদিকে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ^বিদ্যালয় সহ নগরীর ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে মোট ৫৮০টি আসনের বিপরীতে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ হাজার ৫৬৭ জন। পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভিন্ন যৌক্তিকতা তুলে ধরেছেন ভর্তি পরীক্ষা কমিটি। তাদের দাবি দেরিতে পরীক্ষা হওয়ায় অনেক আবেদনকারী দেশের অন্যান্য বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন এবং ভর্তি হয়েছে। এ কারনে বরিশাল বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার কম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT