এবার মাঝারি শৈত্য প্রবাহের কবলে বরিশাল এবার মাঝারি শৈত্য প্রবাহের কবলে বরিশাল - ajkerparibartan.com
এবার মাঝারি শৈত্য প্রবাহের কবলে বরিশাল

2:50 pm , December 27, 2019

 

হেলাল উদ্দিন ॥ শীতের কবল থেকে আপাতত নিস্তার নেই নগরীসহ বরিশাল বাসীর। মৃদু কাটিয়ে এবার আসছে মাঝারি শৈত্য প্রবাহ। গতকালের চেয়ে আজ শনিবার আরো ২ থেকে ৩ ডিগ্রী তাপমাত্রা কমে সর্ব নি¤œ ১০ ডিগ্রীতে নামতে পারে। ফলে আজ বরিশালের উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গতকালের মত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কম বেশী দমকা বাতাস অব্যাহত থাকবে। যে কারনে নগরীসহ বিভাগে তীব্র শীত অনুভূত হবে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্র ১০ ডিগ্রীতে নেমে আসলে সেটাকে মাঝারি শৈত্য প্রবাহ বলে গন্য করা হয়। যেহেতু আকাশ মেঘাছন্ন রয়েছে এবং সূর্য উঠার সম্ভাবনা নেই তাই আজ শনিবার সর্ব নি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রী তে নেমে আসতে পারে। আগামীকাল রবিবারও এ অবস্থার পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। ফলে আরো দু তিন দিন তীব্র শীতে নাস্তানাবুদ থাকবে এই অঞ্চলের মানুষ। এদিকে গতকাল শুক্রবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৮.৬ ডিগ্রী আর সর্ব নি¤œ ১৩.৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১মিলিমিটার। সারা দিন দেখা মেলেনি সূর্যের। আবহাওয়ার এমন চিত্রে বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় নগরীসহ গোটা দক্ষিনাঞ্চলে তীব্র শীত অনুভূত হতে থাকে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি ¯œাত মেঘাছন্ন গোমরা আবহাওয়ার সাথে যুক্ত হয় দমকা বাতাস। ফলে শীত আরো প্রকট আকার ধারন করে। যার প্রভাব লক্ষ্য করা গেছে জুম্মার নামাজে। নগরীর প্রায় প্রত্যেকটি মসজিদেই স্বাভাবিক জুম্মার তুলনায় মুসুল্লী সংকট লক্ষ্য করা গেছে। যারাও এসেছেন তাদের প্রত্যেকের শরীরেই ছিলো শীতের ভারী পোশাক। এছাড়া সাপ্তাহিক ছুটির এ দিনটিতে বিকেল থেকে রাত অবধি নগরীর বিনোদন স্থান গুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকে সেখানে গতকাল নগরীর সমস্ত বিনোদন স্পট ছিলো ফাঁকা। রাস্তা ঘাট ছিলো জন-মানব শূন্য। তবে সন্ধ্যার পরে এই আবহাওয়া উপেক্ষা করে শীত নিবারনের উপায় খুজতে নগরীর ফুটপাতগুলোতে শীত বস্ত্র কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT