টিসিবির পেয়াজ ৩৫ টাকা টিসিবির পেয়াজ ৩৫ টাকা - ajkerparibartan.com
টিসিবির পেয়াজ ৩৫ টাকা

3:10 pm , December 25, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ দাম কমায় নগরীতে টিসিবির পেয়াজ বিক্রি তুঙ্গে। ক্রেতা চাহিদা পূরনে নগরীতে পেয়াজ বিক্রির ট্রাক বাড়ানো হয়েছে। এছাড়াও বেড়েছে পেয়াজ বরাদ্ধের পরিমান। এখন থেকে নগরীতে ৬টি ট্রাকে টিসিবির পেয়াজ বিক্রি হচ্ছে। এর আগে নগরীতে ৫ টি ট্রাকে বিক্রি হতো পেয়াজ। আগে প্রতিট্রাকে ১ টন করে পেয়াজ বিক্রি করা হতো। এখন তা দুই টনে উন্নীত করা হয়েছে। বরিশাল টিসিবির সহকারী কার্যনির্বাহী মোঃ শহীদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যখন সারা দেশে পেয়াজের জন্য হাহাকার তখন নগরীতে ৫ টি ট্রাকে ১ টন করে দৈনিক ৫ টন পেয়াজ বরাদ্ধ দেয়া হয়েছিল। তখন সরবারহ কম থাকায় চাহিদা থাকা সত্বেও ডিলারদের বেশী পেয়াজ দিতে পারিনি। এখন আমাদের প্রচুর সরবরাহ রয়েছে। কিন্তু কিছু দিন পূর্বে বাজারে দেশী পেয়াজ আসায় এবং দাম ১’শ টাকার নিচে আসায় টিসিবির পেয়াজের চাহিদা কমেছে। তাই টিসিবি কর্তৃপক্ষ এই পেয়াজ বিক্রি বৃদ্ধির জন্য দুটি সিদ্ধান্ত গ্রহন করেছে। কেজি প্রতি ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা নির্ধারন এবং ডিলারদের কমিশন বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত নেয়ার পরই টিসিবির পেয়াজের চাহিদা বেড়েছে। এখন দৈনিক ১৮ টন পেয়াজ বিক্রি হচ্ছে নগরীতে। এছাড়া সংকট মুহূর্তে কোন গ্রাহককে ১ কেজির বেশী দেয়া হত না। কিন্তু এখন ৫ কেজি পর্যন্ত দেয়া হচ্ছে। চাহিদা বৃদ্ধির এটাও একটা অন্যতম কারন। কারন আগে যে গ্রাহককে ১ কেজি দেয়া হত সে এখন ৩ থেকে ৫ কেজি নিচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ডিলারদের এই স্বাধীনতা দেয়ার কারনে পেয়াজ কালোবাজারে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা সে বিষয়টি সার্বক্ষনিক মনিটরিং করছি। কোন ডিলারদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানিত হলে তাৎক্ষনিক তার ডিলারশিপ বাতিল করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT