আমরা একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম রেখে যেতে চাই-র‌্যাব ডিজি আমরা একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম রেখে যেতে চাই-র‌্যাব ডিজি - ajkerparibartan.com
আমরা একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম রেখে যেতে চাই-র‌্যাব ডিজি

3:00 pm , December 24, 2019

এনইউ সোহাগ, কলাপাড়া ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’র (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব। মাদক নিয়ন্ত্রনে র‌্যাবের অভিযান চলবে। এ ব্যাপারে সরকারও কঠোর অবস্থানে রয়েছে। সরকার মাদক নিরাময়ে এবং নিয়ন্ত্রনের কাজ করছে। বর্তমানে বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে অবাধে মাদক নিয়ে প্রবেশ করতে পারছে না পাচারকারীরা। র‌্যাবের সঙ্গে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় দেশকে মাদক মুক্ত করবো। গতকাল মঙ্গলবার দুপুড়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগান নিয়ে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি ও সুন্দর এবং সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে র‌্যাবের উদ্যোগে ‘দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে বীচ ম্যারাথন উদ্বোধনকালে এ কথা বলেন ডিজি বেনজীর আহমেদ। বিচ ম্যারাথনে সহা¯্রাধীক শিক্ষার্থী ও যুবসমাজ অংশগ্রহন করেছে। এর আগে র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ অনুষ্ঠানস্থলে এসে পৌছুলে তাকে ফুল দিয়ে বরন করেন র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন আকাশে উড়িয়ে দেন। এর পর পরই মাদক বিরোধী ম্যারাথন দৌড় শুরু হয়। কুয়াকাটা বিচের ১০ কিলোমিটার এলাকা অতিক্রম করে ম্যারাথন দৌড়বিদরা। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৫ কিলোসিটার দিকে গিয়ে ম্যারাথন দৌড় শেষ হয়। আবার সেখান থেকে দৌড়বিদরা জিরো পয়েন্টে ফিরে আসে। ৯০ মিনিট সময়ের মধ্যে ম্যারাথন দৌড়টি সম্পন্ন হয়েছে। নয়নাভিরাম সৌন্দর্য্যরে ভান্ডার কুয়াকাটা সমুদ্র সৈকতে ম্যারাথন দৌড় উদ্বোধনী বক্তৃতায় ড. বেনজীর আহমেদ আরো বলেন, গভীর সমুদ্র থেকে মাদক পাচার করার জন্য কক্সবাজারসহ সমুদ্রে বিভিন্ন স্থানে র‌্যাবের চৌকস টিম কাজ করছে। নাফ নদীতে পাঁচ লাখ মাছ ধরা ট্রলার রয়েছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত ট্রলারকে সনাক্ত করে র‌্যাবের চৌকস দল কাজ করছে। র‌্যাবের পাশাপাশি কক্সবাজার এলাকায় মাদক নিয়ন্ত্রেনে পুলিশও কাজ করছে। ‘যাঁরা মাদক বিরোধী ম্যারাথনে অংশগ্রহন করেছে তাঁদের মাধ্যমে সকল শ্রেণির মানুষের কাছে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে চাই। আমরা একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম রেখে যেতে চাই।’ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহসভানেত্রী ও র‌্যাব মহাপরিচালকের সহধর্মীনি জিসান মীর্জা। অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশের বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকত মাদক বিরোধী কনসার্ট হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT