2:56 pm , December 24, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি দেশের দুস্থ অবহেলিত ও অসহায় মানুষের জন্য সর্বক্ষণ ভাবনায় থাকেন। প্রধানমন্ত্রী একটা কথাই সব সময় মনে করেন যদি দেশের মানুষ অবহেলিত থাকে তাহলে অনেক ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্থ হয়ে পড়ে। তাই শীতের প্রকট দেখা দেয়ার সাথে সাথে দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে প্রত্যন্ত অঞ্চলের অসহায় দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র পৌছে দিতে শুরু করেছে। তিনি নিজের শান্তির কথা ভাবেন না, তিনি দেশের মানুষকে ক্ষুধা দারিদ্র মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পানি উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজের সামনে গরীব, দুস্থ ও শীতার্ত জন সাধারনের মাঝে শীত বস্ত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর থানা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদক ও যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সদর উপজেলার দশ ইউনিয়নের চাঁর হাজার দুস্থ অসহায় শীতার্ত অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে শীত বস্ত্র কম্বল বিতরন করা হবে।