ঝালকাঠি পাসপোর্ট অফিস থেকে দুদক’র দুই লাখ টাকা উদ্ধার ঝালকাঠি পাসপোর্ট অফিস থেকে দুদক’র দুই লাখ টাকা উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠি পাসপোর্ট অফিস থেকে দুদক’র দুই লাখ টাকা উদ্ধার

2:53 pm , December 24, 2019

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ঘুষ’র টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক হয়রানী ও নানা অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কর্মচারীর কক্ষ থেকে দুই লাখ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। জানা যায়, দুপুরে দুদক উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে একটি দল ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ তল্লাশী করে দুদক কর্মকর্তারা। তল্লাশী করে চুক্তিভিত্তিক
নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের কক্ষের একটি লকারের মধ্য থেকে দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে দুদক উপ-পরিচালক দেবব্রত মন্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগম কোন মন্তব্য করতে রাজি হনননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT