3:18 pm , December 23, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে ভেজাল বিরোধী অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত অভিযানে তাদের সহায়তা করে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। অভিযানে ঝালকাঠি পৌর এলাকার চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা আদায়ের নির্দেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) মোঃ খন্দকার আনোয়ার হোসেন ও সহকারি পরিচালক সুমি রাণী মিত্র। এপিবিএন থেকে জানানো হয়, পৌর এলাকর মাদারীপুর দধিঘর, রাফি কনফেকশনারী, নিউ আজাদ বেকারী ও লোকনাথ মিষ্টান্ন ভান্ডার থেকে জরিমানা আদায় কর হয়েছে।