কাভার্ড ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত কাভার্ড ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত - ajkerparibartan.com
কাভার্ড ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত

3:13 pm , December 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর নারী শ্রমিক নিহত হয়েছে। গতকাল সোমবার ওই দুর্ঘটনায় নিহত নারী শ্রমিক হলো- রেশমা বেগম (৪৫)। সে কাউনিয়া মীরা বাড়ি এলাকার ভাড়াটিয়া মাহবুব হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, হেলপার কাভার্ড ভ্যান চালিয়ে একস্থান থেকে অন্যস্থানে নিচ্ছিলো। ওই সময় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম ঘটনাস্থলে মারা গেছে। ঘটনার পরপরই হেলপার স্বাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। সে বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আঃকুদ্দুস মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT