ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

3:11 pm , December 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ভারতে এনআরসি এবং সিএবি এর বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ডাকসু ভিপি নুরুল হক নুরু সহ সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিএম কলেজে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ নামে একটি সংগঠন। গতকাল সোমবার বেলা ১২টায় সংগঠনের বিএম কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে একই দাবীতে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রনি খন্দকার, রেজাউল করিম এবং হিসাব বিজ্ঞান বিভাগের মো. জিয়াউল হাসান সহ অন্যান্যারা। বক্তারা, ভারতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। একই সাথে ডাকসু ভিপি নুরুল হক নুরুর উপর হামলাকারীদের কঠোর বিচার দাবী করেন তারা। হামলাকারী সন্ত্রাসীদের বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT