2:52 pm , December 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আর মাত্র দু’দিন পরই শহীদ অবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন। বরিশাল মিডিয়া জগতের সব চেয়ে পুরানো ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের নির্বাচনকে ঘিরে তাই বরিশাল মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক উন্মাদনা। ভোট যুদ্ধে জয়ী তথা প্রচার প্রচারনা চালানোর জন্য মাঠে নেমেছেন প্রার্থীরা। বসে নেই ভোটাররাও। তারাও সরব রয়েছেন প্রেসক্লাব ঘিরে। বিভিন্ন স্থানে চায়ের টেবিলে চলছে আসন্ন এই ভোটের ঝড়। কারা আসছেন বরিশাল সাংবাদিকদের আগামী নতুন নের্তৃত্বে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও চলছে এই নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনা। অনেকে স্বপ্রনোদীত হয়ে নিচ্ছেন খোজ খবর। তথ্য মতে আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শহীদ অবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব নির্বাচনের ভোট গ্রহন। দুটি প্যানেলে বিভক্ত হয়ে এবারও যথারীতি বিভিন্ন পদে ভোটযুদ্ধে অবতীর্ন হয়েছেন প্রার্থীরা। ইকবাল-মুরাদ এবং মানবেন্দ্র বটব্যাল- জাকির উভয় প্যানেলেই প্রতিদ্বন্দ্বীতা করছেন বরিশালের স্বনামধন্য ও যোগ্যতা সম্পন্ন পেশাদার সংবাদকর্মীরা। মূলত এ মাসের শুরুর দিকে তফসিল ঘোষনার পরপরই প্রার্থীরা শুরু করে প্রচার প্রচারনা। সময় বেশী একটা না পাওয়ায় বলতে গেলে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারনা চালাচ্ছেন ভোটারদের কাছে। হাতে আর মাত্র দুদিন সময় থাকায় শেষ মুহূর্তে এ প্রচারনা এখন তুঙ্গে। তাই দিনের বেলায় একটু কম হলেও সন্ধ্যা হতে না হতেই প্রেসক্লাব সড়ক আগরপুর রোডে বসে জমজমাট নির্বাচনী আড্ডা। চায়ের কাপের চুমুকে চুমুকে চলছে চুলছেড়া বিশ্লেষন ও যুক্তিখন্ডন। গতকাল সন্ধ্যার পরে দেখা গেছে আগরপুর সড়কে প্রার্থী ভোটার ও সাংবাদিকদের সৌহার্দপূর্ন আচারন ও অবস্থান। বিপরীত প্যানেলের প্রার্থী হয়েও খোজ খবর নিচ্ছেন একে অন্যের। বিনিময় করছেন কুশলাদী। নির্বাচনী এ আমেজ আরো বেড়েছে সিনিয়র তথা প্রবীন সাংবাদিকদের সবর উপস্থিতিতে। দেখা গেছে অনেক প্রবীন সাংবাদিক হাড়কাপানো শীত উপেক্ষা করে এসেছেন প্রানের সংগঠন পানে। কথা বলছেন সবার সাথে,নিচ্ছেন খোজ খবর।অনুজ সাংবাদিকরাও তাদের পেয়ে উল্লসিত। এ উদ্দীপনা উল্লাস ভোটের পরও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সাংবাদিকসহ সর্ব মহলে।