2:49 pm , December 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তীব্র শীতে নাগরিক জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বৃহস্পতিবারের থেকে শুক্রবারে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতল মৃদু বাতাসের কারণে অনেকে ঘর থেকেই বের হয়নি। নগরীর থেকে আরো খারাপ অবস্থা গ্রামাঞ্চলে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো: রুবেল জানান, শুক্রবারে সর্বনিন্ম তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৫ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। এই মাসের শেষের দিকে বরিশালে তাপমাত্রা আরো কমবে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। এদিকে টানা তিন দিন এই শীতের কারণে দুর্ভোগের কথা জানিয়েছেন স্থানীয়রা।