পুরনো শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় পুরনো শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় - ajkerparibartan.com
পুরনো শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়

2:45 pm , December 20, 2019

মো. জসিম জনি, লালমোহন ॥ লালমোহনে পুরাতন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সমাজের নিম্মবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোও এখানে ভিড় করছে প্রতিনিয়ত। কিনে নিচ্ছেন নিজেদের পছন্দের শীত বস্ত্র। সাধ্যের মধ্যে শীত বস্ত্র কিনতে পাড়ায় খুশি ক্রেতারা। অন্যদিকে শীতের মৌসমে পুরাতন এসব শীত বস্ত্র বিক্রি করে লাভবান হচ্ছেন ক্রেতারাও। লালমোহনের পৌর শহরের বিভিন্নস্থানে বসেছে এসব দোকান। ফরিদ উদ্দিন, শাহে আলম ও মোখলেছ নামের কয়েকজন ক্রেতা বলেন, পুরাতন এসব দোকানে অনেক ভালো মানের কাপড় পাওয়া যাচ্ছে। অন্যদিকে যার মূল্যও আমাদের নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের নাগালের ভিতরই রয়েছে। এতে করে আমরা আমাদের চাহিদা মিটাতে পাড়ছি। পুরাতন শীত বস্ত্র বিক্রেতা নূরে আলম সাজি জানান, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে দোকানে বিক্রি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হচ্ছে। এখানে সর্বোচ্চ ১ হাজার ও সর্বনিম্ম ২ শত টাকার মধ্যে ক্রেতারা তাদের পছন্দের পোশাক ক্রয় করতে পাড়ছেন। তাই অনেকেই এখানে পোশাক কিনতে প্রতিদিন ভিড় করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT