2:44 pm , December 20, 2019
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক তরুন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ওই ঘটনায় নিহত তরুন হলো- মো. জাহিদুল ইসলাম (২০)। সে দেউরী গ্রামের জালাল খানের ছেলে। সংঘর্ষে নিহতের বাবা, চাচা শাহাজাহান খান (৫০) ও ছোট ভাই রমজান আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর শাহজাহান খানকে ঢাকায় নেয়া হয়েছে। অপর আহত জালাল খান ও রমজান খানকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত স্বজনরা জানান, শুক্রবার সকালে জালাল খানের জমির ধান কাটতে যায় প্রতিবেশি ফারুক হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি স্বশস্ত্র দল। তখন বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিবেশী ধান লুটকারীরা। হামলায় মারাত্মকভাব আহত হয় ওই চারজন। তাদের এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে আনার পথে জাহিদুল মারা যায়।