2:13 pm , December 19, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া বিসিক এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতারক সেলসম্যান। এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযোগ দিয়েছে প্রতারিত ব্যবসায়ীরা। প্রতারক সেলসম্যান হলো- সাইদুল শিকদার। সে বাকেরগঞ্জ উপজেলাধীন গারুলিয়া ইউনিয়নের বালিগ্রাম এলাকার সিকদার বাড়ির আনসার আলী সিকদারের ছেলে। বিসিক এলাকার আল-আমিন বেকারিতে সেলসম্যান কাজ করতো সে। সূত্র জানায়, সাইদুল শিকদার ব্যবসায়ীর ছদ্মবেশে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় অবস্থান নেয়। পরে বিসিক শিল্প নগরীর বাদশা মিয়ার মালিকানাধীন আল আমিন বেকারিতে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। নিজেকে একজন ভালো লোক পরিচয় দিয়ে স্থানীয় ব্যাবষায়ী জাকির হোসেনের কাছ থেকে আড়াই লক্ষ এবং আল আমিন বেকারি থেকে ডেলিভারি বক্সের অটো গাড়ি, বেকারী খাবার মালামালসহ প্রায় ৭ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে। প্রতারক সাইদুলের বিরুদ্ধে বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।