2:10 pm , December 19, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বদলি হলেন মহানগর পুলিশের চৌকষ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। তাকে ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে মহানগর উপ-পুলিশ কমিশনার পদে নতুন করে দু’জনকে বদলি করা হয়েছে। এদের একজন বান্দরবানের পুলিশ সুপার এবং অপরজন ঢাকা পিবিআই’র পুলিশ সুপার হিসেবে কর্মরত।
১৯ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। একই আদেশে এ তিনজন ছাড়াও সারা দেশের এসপি পদমর্যাদার মোট ২৬ জনকে বিভিন্ন মহানগর এবং জেলা পুলিশে বদলি করা হয়েছে। যাদের স্বারাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক কর্মস্থলে যোগদান পূর্বক আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় জননিরাপত্তা বিভাগ আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের আদেশে বলা হয়েছে, মহানগরের উপ-পুলিশ কমিশনার পদে আসছেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার- পিপিএম (সেবা) ও পিবিআই’র পুলিশ সুপার মো. জুলফিকার আলী হায়দার।