3:02 pm , December 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ একের পর এক বির্তক তৈরী হচ্ছে প্রকাশিত রাজাকের তালিকা নিয়ে। বিশেষ করে ওই তালিকায় বরিশালের একাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসায় সারা দেশ জুড়ে আলোড়ন তৈরী হয়েছে। এমনই একজন নগরীর কাশিপুর এলাকার জগদীস চন্দ্র মুখার্জী। তার দুই ছেলে রতন ও তপন চন্দ্র মুখার্জী লিখিত ভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। লিখিত প্রতিবাদ লিপিতে তারা বলেন প্রকাশিত তালিকার ৮৩ নং ক্রমিক নম্বরে বাবা জগদীস চন্দ্র মুখার্জীর নাম এসেছে। কিন্তু তিনি বরিশালের একজন জনপ্রিয় ও বরেন্দ্র ব্যক্তিত্ব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়ে যশোর ক্যান্টমেন্টে দীর্ঘ মাস ধরে অত্যাচার নির্যাতনের শিকার হন। মুক্তিযুদ্ধে তার ছোট ভাই বাবুল চন্দ্র মুখার্জী শহীদ হন এবং অন্য দুই ভাই মুকুল ও মানিক চন্দ্র মুখার্জী তালিখাভুক্ত বীর মুক্তিযোদ্ধা। পরিবারের পক্ষ থেকে এই তালিকা প্রত্যাহারসহ নতুন করে তালিকা প্রনয়নের দাবি জানানো হয়েছে।