মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের নাম রাজাকারের তালিকায় থাকায় প্রকাশের প্রতিবাদে মানববন্ধন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের নাম রাজাকারের তালিকায় থাকায় প্রকাশের প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের নাম রাজাকারের তালিকায় থাকায় প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

3:00 pm , December 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ রাজাকারের তালিকা প্রনয়নকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নগরীতে মানববন্ধন করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। এছাড়াও তালিকায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের নাম কেন জানতে চেয়ে যাচাইকৃত পূর্ণাঙ্গ নতুন তালিকা প্রকাশ করার দাবী জানানো হয়েছে মানববন্ধনে। গতকাল বুধবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ওই মানববন্ধন হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাকারের তালিকায় নাম প্রকাশিত হওয়া মুত্তিযোদ্ধা এ্যাড. তপন কুমার চক্রবর্তী ও তার কণ্যা বাসদ‘র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধা মিহির দত্তের সন্তান সাংবাদিক শুভব্রত দত্ত, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি প্রদীপ কুমার দাশ পুতুল, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার, বরিশাল গণফোরাম সভাপতি এ্যাড. হিরন কুমার দাস মিঠু, উন্নয়ন সংগঠন নেতা আনোয়ার জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার, বরিশাল ওয়াকার্স পার্টি সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। সংহতি প্রকাশ করে আরো অংশ গ্রহন করে বরিশাল গণ সংহতি আন্দোলন, সিপিবি, মাক্সবাদ, বাম গণতান্ত্রিক জোট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,৭১’এর চেতনা, অনার্স শিক্ষক পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিথুন সাহা ও সাবেক সম্পাদক বাপ্পি মজুমদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT