3:00 pm , December 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ.ই. লি জিমিং। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ক্লাব রোডে বরিশাল ক্লাব এর ক্যাফেটোরিয়ায় এই সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি’র বিভিন্ন উন্নয়নমুলক কাজে চীনা সরকার ও তাদের ব্যবসায়ীদের আমন্ত্রন জানান। এ কাজে যারা এগিয়ে আসবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন মেয়র। রাষ্ট্রদুতকে মেয়র বলেন, ‘আমাদের নগরী অন্যান্য নগরীর থেকে কিছুটা অনুন্নত। প্রধানমন্ত্রী তার দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করছেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধিত করেছেন। আমি আশা করছি চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে। জবাবে চীনা রাষ্ট্রদূত এইচই লি জিমিং বলেন, নগরীর রাজনৈতিক পরিবেশ ভালো। এটা একটি স্বাস্থ্য সম্মত নগরী বলে আমার মনে হচ্ছে। চীন সরকার এবং তাদের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী। আমি আশা করি বরিশাল অচিরেই একটি উন্নত নগরীতে পরিনত হবে। তিনি আরও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত এইচ.ই. লি জিমিং। সৌজন্য সাক্ষাত কালে চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছাড়াও পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক শহীদুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাত শেষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ চীনা রাষ্ট্রদূতকে বরিশাল সিটি’র প্রতীকি চাবি উপহার দেন। জানাগেছে, ‘চীনা রাষ্ট্রদূত তিন দিনের শুভেচ্ছা সফরে বরিশালে এসেছেন। তার বরিশাল সফরের মূল্য উদ্দেশ্য ছিলো বিসিসি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত। এছাড়া তিনি বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলে জানাগেছে।